Published Date : 23rd Jul, 2025 Published by Scolars Bangladesh Scoiety
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আহসান হাবীব জাতিসংঘের ‘ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিফিক প্যানেল অন ইফেক্টস অফ নিউক্লিয়ার ওয়ার’ (ISPEoNW)-এ বিশেষজ্ঞ পরিবেশ রসায়নবিদ হিসেবে মনোনীত হয়েছেন। তিনি এই প্যানেলের ২১ সদস্যের মধ্যে প্রথম বাংলাদেশি প্রতিনিধি।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের এই প্যানেলটি নিউইয়র্কভিত্তিক এবং বিশ্বব্যাপী পারমাণবিক যুদ্ধ ও পারমাণবিক দুর্ঘটনার পরবর্তী প্রতিক্রিয়া, পরিবেশগত ক্ষতি এবং জীববৈচিত্র্যের উপর প্রভাব বিশ্লেষণ করে। এসব বিষয়ে প্রতিকারমূলক সুপারিশ প্রণয়নে কাজ করবে এই বিশেষজ্ঞ দল।
অধ্যাপক হাবীব দীর্ঘদিন ধরে মৌলিক ও পরিবেশ রসায়ন, জৈব দূষণ, ভারী ধাতুর প্রভাব ও ধূলিকণাসহ নানা বিষয়ে গবেষণা করে আসছেন। ইতোমধ্যে তার ৮১টি গবেষণা প্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
২০০৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করা অধ্যাপক হাবীব জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি অর্জন করেন। এরপর তিনি টোকিও, ইয়োকোহামা বিশ্ববিদ্যালয় ও চীনের ‘চাইনিজ একাডেমি অব সায়েন্সেস’-এ গবেষণা ফেলো এবং ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।
২০২৪ সাল থেকে তিনি জাতিসংঘের পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ আন্তর্জাতিক চুক্তি ‘TPNW-Network’-এর বিশেষজ্ঞ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?