Published Date : 8th Dec, 2025 Published by Scolars Bangladesh Scoiety
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ শিল্পী ফাহমিদা আজিম তার অসাধারণ কাজ ও মেধার স্বীকৃতিস্বরূপ ২০২২ সালে অর্জন করেছেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার Pulitzer Prize for Illustrated Reporting and Commentary। তার এই অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়—বিশ্ব দরবারে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করে তুলেছে।
বাংলাদেশ থেকে আমেরিকার যাত্রা
ফাহমিদা আজিমের জন্ম বাংলাদেশে। ছোটবেলায় পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা ও শিল্পচর্চা। তিনি VCU School of the Arts থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন।
শৈশব থেকেই গল্প, মানুষ এবং সমাজের বাস্তবতা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। সেই অনুভূতিগুলো পর later চিত্রকর্মে ফুটিয়ে তুলেছেন।
🖋️ যে কাজ তাকে পুলিৎজার এনে দিল
ফাহমিদা একটি বিশেষ প্রতিবেদনের ইলাস্ট্রেশন তৈরি করেন—যেখানে তুলে ধরা হয়
চীনের শিনজিয়াং অঞ্চলে এক নারী কীভাবে আটক শিবিরের ভয়াবহতা থেকে মুক্ত হন।
এই স্টোরিটেলিং শুধু সাংবাদিকতার কাজ ছিল না; এটি মানবাধিকারের এক শক্তিশালী প্রতিবাদও বটে।
তার শিল্পকর্ম বাস্তবতাকে এতটাই জীবন্তভাবে তুলে ধরে যে পাঠক গল্পটির ভিতরে প্রবেশ করতে বাধ্য হন।
বিশ্বস্বীকৃতি ও বাংলাদেশি কমিউনিটির গর্ব
পুলিৎজার পুরস্কার পাওয়া মানে শুধু সফলতা নয়—এটি বিশ্বমানের স্বীকৃতি।
ফাহমিদার এই অর্জনে আমেরিকার বাংলাদেশি কমিউনিটি ভীষণ উচ্ছ্বসিত।
অনেকেই বলছেন, "এটি দেখিয়ে দিল—বাংলাদেশিরা শুধু পরিশ্রমীই নয়, সৃষ্টিশীলতাতেও বিশ্বকে নেতৃত্ব দিতে পারে।"
একজন শিল্পী, যিনি সমাজের কণ্ঠস্বর
ফাহমিদা আজিম তার কাজের মাধ্যমে—
মানবাধিকার
নারী স্বাধীনতা
শরণার্থী সংকট
নিপীড়ন ও মুক্তির গল্প
এগুলোকে সামনে নিয়ে আসেন অত্যন্ত সংবেদনশীলতা ও শিল্পসম্মত দক্ষতার সাথে।
তার কাজ শুধু শিল্প নয়; এটি সমাজ ও অন্যায়ের বিরুদ্ধে নীরব প্রতিবাদ।
তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা
ফাহমিদার গল্প শেখায়—
দেশ ছাড়লেও শিকড় ভুলে যাওয়া যায় না
প্রতিভা ও পরিশ্রম মিললে বিশ্বমঞ্চেও জায়গা করে নেওয়া যায়
শিল্পী কিংবা লেখক—যে কেউ চাইলে ন্যায়বিচারের পক্ষে শক্তিশালী কণ্ঠ হতে পারে
আমেরিকায় বাংলাদেশিদের সাফল্যের তালিকায় ফাহমিদা আজিম এমন একটি নাম, যাকে নিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্ম গর্ব করতে পারে।
তার জয় দেখিয়ে দিয়েছে—
বাংলাদেশি হিসেবে আমরা স্বপ্ন বড় করতে পারি, আর মেধার জোরে বিশ্বকে নাড়া দিতেও পারি।
Do you think that the non-resident Bengalis should have the right to vote in the upcoming election? Justify your answer. What do you think will be the proper way to implement the voting system?